Country

2 weeks ago

Waqf Bill In Lok Sabha: দেশের স্বার্থে ওয়াকফ সংশোধনী বিলটি আনা হচ্ছে,কিরেন রিজিজু

Kiren Rijiju
Kiren Rijiju

 

নয়াদিল্লি, ২ এপ্রিল : দেশের স্বার্থে ওয়াকফ সংশোধনী বিলটি আনা হচ্ছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক তথা সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বুধবার কিরেন রিজিজু বলেছেন, "শুধুমাত্র কোটি কোটি মুসলিমই নয়, সমগ্র দেশ এটিকে সমর্থন করবে। যারা এর বিরোধিতা করছেন তারা রাজনৈতিক কারণেই এমনটা করছেন।" কিরেন রিজিজু আরও বলেছেন, "আমি সংসদে তথ্য উপস্থাপন করব এবং আমি এটাও চাই যে, কেউ যদি বিরোধিতা করে, তাহলে তারা যুক্তির ভিত্তিতে বিরোধিতা করুক এবং আমরা তাদের জবাবও দেব। কারণ যখন আমরা এই ধরনের বিল আনছি, তখন আমরা অনেক চিন্তাভাবনা এবং প্রস্তুতির পরে এসেছি।"

You might also like!