Country 5 months ago

Bhutan Gate : প্রতীক্ষার অবসান, অবশেষে খুলে গেল ভুটান গেট

Finally opened the Bhutan Gate finally opened

 

জলপাইগুড়ি, ২৩ সেপ্টেম্বর  : সাধারণের জন্য খুলে দেওয়া হল এই গেট। করোনার জন্য প্রায় আড়াই বছর ধরে ভুটানে পর্যটকদের ঢোকা বন্ধ ছিল।

এখন থেকে ভুটানে যেতে গেলে ভারতীয়দের শুধুমাত্র প্রি রেজিস্ট্রেশন করেই প্রবেশ করা যাবে। তার জন্য আলাদা করে কোনও ফি দিতে হবে না।তবে ভুটানে রাত কাটাবেন তাহলে তার জন্য ১২০০ টাকা দিতে হবে। ভুটানের ভারতীয় অভিবাসন দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ভারতীয় পর্যটকদের কোনও বাড়তি টাকা গুনতে হবে না। এন্ট্রি পাশের জন্যও লাগবে না কোনও টাকা। শুধু ভারতীয়দের সঙ্গে রাখতে হবে ভোটার কার্ড অথবা পাসপোর্ট এবং বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট।

শুক্রবার ভারত ভুটান সীমান্তের চামুর্চিতে ভুটান গেট খোলার জন্য উপস্থিত ছিলেন সামসি জেলার জেলাশাসক পাশাং দর্জি, পুলিশ সুপার লিংড্রুপ দর্জি সহ পর্যটন দফতরের আধিকারিকরা। পাশাং দর্জি বলেন, "করোনা পরিস্থিতির পর ভুটান গেট সাধারণের জন্য খুলে দেওয়া হল। আমরা পর্যটকদের জন্য নতুন কিছু নির্দেশিকা জারি করেছি। পর্যটকরা যদি মনে করে ভুটানে রাত কাটাবেন তাহলে তার জন্য ১২০০ টাকা দিতে হবে। তবে ডে ভিজিটের ক্ষেত্রে কোনও টাকা দিতে হবে না।। পর্যটকরা ভুটানে ঢুকতে গেলে প্রি রেজিস্ট্রেশন করতে হবে।"


You might also like!