পালাক্কড়, ৬ অক্টোবর : কেরলের পালাক্কড় জেলায় দু'টি বাসের মধ্যে সংঘর্ষের জেরে প্রাণ হারালেন ৯ জন। মৃত ৯ জনের মধ্যে ৫ জন পড়ুয়া। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৮ জন। বুধবার রাত ১১.৩০ মিনিট নাগাদ পালাক্কড় জেলার ভাদাক্কেঞ্চেরিতে একটি ট্যুরিস্ট বাসের সঙ্গে কেরল রাজ্য সড়ক পরিবহন নিগমের একটি বাসের সংঘর্ষ হয়।
ট্যুরিস্ট বাসটি এর্নাকুলাম জেলার বাসেলিওস বিদ্যানিকেতনের পড়ুয়া ও শিক্ষকদের নিয়ে উটির দিকে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ পড়ুয়া-সহ ৯ জনের। আহত ৩৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের মন্ত্রী এম বি রাজেশ জানিয়েছেন, পালাক্কড় জেলার ভাদাক্কেঞ্চেরিতে কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (কেএসআরটিসি) বাসের সঙ্গে একটি পর্যটক বাসের সংঘর্ষে ৯ জনের মৃত্যু এবং ৩৮ জন আহত হয়েছেন।