Country 5 months ago

ভয়াবহ দুর্ঘটনায় প্রান হারালেন ২৭ জন দর্শনার্থী

Kanpur Accident

 

কানপুর, ২ অক্টোবর : কানপুরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। মৃতরা প্রত্যেকেই তীর্থযাত্রী। শনিবার গভীর রাতে পুণ্যার্থীদের নিয়ে একটি ট্রাক্টর পুকুরে উল্টে গেলে তাঁদের মৃত্যু হয়। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন।

জানা গিয়েছে, ট্রাক্টর-ট্রলিতে প্রায় জনা চল্লিশেক মানুষ ছিলেন। কানপুরের সাঁধ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাক্টরটি উন্নাও থেকে ফিরছিল। চণ্ডিকাদেবীর মন্দিরে মুণ্ডন অনুষ্ঠানে গিয়েছিলেন পুণ্যার্থীরা। জানা গিয়েছে, কোর্থার বাসিন্দা রাজু নিষাদ তার সন্তানের মুণ্ডন করতে আত্মীয়দের সঙ্গে চন্দ্রিকা দেবীর মন্দিরে গিয়েছিলেন। রাজু ট্রাক্টর চালাচ্ছিল। অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে পরিবারের অবস্থা শোচনীয়। দুর্ঘটনার সময় লাফিয়ে পড়া মাত্র তিন-চারজন প্রাণে বেঁচে গেছেন বলে জানা গেছে। বাকিদের দাফন করা হয়েছে। মা-বাবা এবং ন্যাড়া করা শিশুটিও দুর্ঘটনায় মারা গেছে।

আহতদের অ্যাম্বুলেন্সে করে ভিতরগাঁও সিএইচসিতে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তবে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

You might also like!