Country

11 months ago

ভয়াবহ বিষ্ফোরন ! আতঙ্ক এলাকা জুড়ে

Blast at Udhampur
Blast at Udhampur

 


উধমপুর, ২৯ সেপ্টেম্বর : প্রায় ৮ ঘন্টার ব্যবধানে দু'টি রহস্যজনক বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের উধমপুর জেলা। বুধবার রাতে প্রথম বিস্ফোরণটি হয় উধমপুরের ডোমাইল চকে একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা ফাঁকা বাসে, দ্বিতীয় বিস্ফোরণটি হয় বৃহস্পতিবার সকালে উধমপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অপর একটি বাসে। প্রথম বিস্ফোরণে আহত হয়েছেন দু'জন, দ্বিতীয় বিস্ফোরণে কেউ আহত হননি।

উধমপুর-রিয়েসি রেঞ্জের ডিআইজি সুলেমান চৌধুরী জানিয়েছেন, বুধবার রাত ১০.৩০ মিনিট নাগাদ প্রথম বিস্ফোরণটি হয় পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে। একইভাবে উধমপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অপর একটি বাসে দ্বিতীয় বিস্ফোরণ হয়। দ্বিতীয় বিস্ফোরণে কেউ আহত হননি। প্রথম বিস্ফোরণে দু'জন আহত হয়েছেন এবং তাঁরা বিপদমুক্ত। তদন্ত চলছে।


You might also like!