Country

1 week ago

Jammu and Kashmir election : জম্মু ও কাশ্মীরে সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার প্রায় ২৪.১ শতাংশ

Jammu and Kashmir election (symbolic picture)
Jammu and Kashmir election (symbolic picture)

 

শ্রীনগর, ২৫ সেপ্টেম্বর : বুধবার সকাল সাতটা থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও যাতে শান্তিপূর্ণ ভোট হয় তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, এদিন সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার প্রায় ২৪.১ শতাংশ। তার মধ্যে বদগামে ২৫.৫৩ শতাংশ, গান্ডেরবালে ২৭.২০ শতাংশ, গুলাবগড়ে ৩৫ শতাংশ, পুঞ্চে ৩৩.০৬ শতাংশ, রাজৌরিতে ৩০.০৪ শতাংশ, রিয়াসিতে ৩৩.৩৯ শতাংশ আর শ্রীনগরে ভোট পড়েছে ১১. ৬৭ শতাংশ ভোট পড়েছে সকাল ১১টা পর্যন্ত।

প্রসঙ্গত, জম্মুর তিনটি এবং কাশ্মীরের তিনটি জেলা মিলিয়ে ২৬টি বিধানসভা কেন্দ্রে রয়েছে ভোট। মধ্য কাশ্মীরের তিন জেলা হল বদগাম, গান্ডেরবাল এবং শ্রীনগর। জম্মুর তিন জেলা হল রইসি, রাজৌরি এবং পুঞ্চ। এগুলির মধ্যে শ্রীনগরে আটটি, বদগাম জেলায় পাঁচটি, রাজৌরিতে পাঁচটি, পুঞ্চে তিনটি, গান্ডেরবালে দু’টি এবং রইসিতে তিনটি বিধানসভা আসন রয়েছে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় দফার ভোটে নজরে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা-সহ মোট ২৩৯ জন প্রার্থী রয়েছেন বুধবারের দ্বিতীয় দফার নির্বাচনী লড়াইয়ে। ওমর এবার লড়ছেন দু’টি কেন্দ্র থেকে। একটি বদগাম, আরেকটি গান্ডেরবাল। ওমর ছাড়াও জম্মু ও কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাড়রা, বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না, জম্মু ও কাশ্মীর আপনি পার্টির প্রধান আলতাফ বুখারির মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্যপরীক্ষা বুধবার।

You might also like!