শ্রীনগর, ৯ অক্টোবর: প্রায় এক দশক পরে বিধানসভা ভোট হয়েছে জম্মু ও কাশ্মীরে। আর তাতে ক্ষমতা ফের চলে এসেছে আব্দুল্লাহ পরিবারের হাতে। ৯০ আসনের বিধানসভা প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ এবং তাঁর পুত্র ওমরের দল ন্যাশনাল কনফারেন্স (এনসি) জিতেছে ৪২টিতে। সহযোগী কংগ্রেস ৬টি আসনে জিতেছে। এই জয় জম্মু ও কাশ্মীরের জনগণকে উৎসর্গ করলেন ওমর আব্দুল্লাহ। তিনি বলেছেন, "ভোটারদের কাজ শেষ, এবার আমাদের শুরু।"
বুধবার সকালে শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আব্দুল্লাহ বলেছেন, "আমি জম্মু ও কাশ্মীরের ভোটারদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, গত ৮-১০ বছর ধরে এখানে গণতন্ত্রকে উন্নতি করতে না দেওয়া সত্ত্বেও তাঁরা নিজেদের ভোট ব্যবহার করেছেন। ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ভোটাররা যথাযথ বিবেচনার সঙ্গে ভোট দিয়েছেন, বিশেষ করে যেখানে নির্দল প্রার্থী এবং ছোট দলের মাধ্যমে ভোট ভাগাভাগি করার ষড়যন্ত্র করা হয়েছে, আমাদের দায়িত্ব এখন থেকে শুরু, ভোটাররা দায়িত্ব পালন করেছেন।"