সেহোর, ১৭ নভেম্বর : মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী তথা বুধনি আসনের বিজেপি প্রার্থী শিবরাজ সিং চৌহান। শুক্রবার সকালে মধ্যপ্রদেশের সেহোরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন শিবরাজ। ভোট দেওয়ার আগে শিবরাজ বলেছেন, "সর্বত্র মানুষের মধ্যে বিশেষ উন্মাদনা বিরাজ করছে। রাজ্যের লাডলি বেহনা, শিশু, যুবক ও বৃদ্ধদের ভালোবাসা পাচ্ছি।"
দিনের শুরুতে নর্মদা নদীতে পূজার্চনা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এরপর মন্দিরে গিয়েও তিনি পুজো দেন। এরপর ভোটদান কেন্দ্রে পৌঁছে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।