বারামুল্লা, ৫ অক্টোবর : ভোটার তালিকা সংকলনের কাজ শেষ হতেই জম্মু ও কাশ্মীরে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে। জম্মু ও কাশ্মীরের বারামুল্লার জনসভা থেকে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার জম্মু-কাশ্মীর সফরের তৃতীয় দিন বারামুল্লার জনসভায় অমিত শাহ বলেছেন, মোদীজির সুশাসনের মডেল উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে আসে। গুপকার মডেল যুব সমাজের হাতে পাথর ও বন্দুক তুলে দেয়। মোদীর মডেল এবং গুপকার মডেলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।"
প্রধানমন্ত্রী আরও বলেছেন, বিগত ৭০ বছর ধরে মুফতি অ্যান্ড কোম্পানি, আবদুল্লাহ এবং সন্তানরা এখানে ক্ষমতায় ছিল, কিন্তু ১ লক্ষ গৃহহীন মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করেনি। ২০১৪-২০২২-এর মধ্যে মোদীজি এই ১ লক্ষ মানুষকে বাড়ি দিয়েছেন। অমিত শাহ এদিন আরও বলেছেন, আগে এখানে সন্ত্রাসী হটস্পট ছিল, এখন এটি একটি পর্যটন হটস্পট। জম্মু ও কাশ্মীরে পর্যটন বৃদ্ধি এখানকার বহু যুবকের কর্মসংস্থান করেছে।