দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সমাপ্ত হচ্ছে ভিস্তারার বিমান পরিষেবা। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ভিস্তারার শেষ বিমানটি উড়বে ১১ নভেম্বর। তার পরেরদিন থেকে ভিস্তারার যাবতীয় পরিষেবা পাওয়া যাবে এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে।
উল্লেখ্য, ভিস্তারা মিশে গেছে এয়ার ইন্ডিয়ার সঙ্গে। এরফলে এবার থেকে দুটি সংস্থার বিমানই পরিচালনা করবে টাটা গ্রুপের নিয়ন্ত্রণাধীন এয়ার ইন্ডিয়া। ভিস্তারা স্পষ্টভাবে বলেছে যে, ১২ নভেম্বর থেকে কোনও উড়ান আর ভিস্তারা পরিচালনা করবে না।