Country

3 weeks ago

Taj Mahal:ধোঁয়াশায় দৃশ্যমানতা কমল আগ্রা ও অযোধ্যায়, লুধিয়ানায় শীতের দাপট

Taj Mahal
Taj Mahal

 

আগ্রা, ২৯ অক্টোবর : শীতের আগমনের সঙ্গে সঙ্গে ধোঁয়াশার চাদরে ঢেকে গেল তাজনগরী আগ্রা। কুয়াশার কারণে শুক্রবার সকালে খুব কাছ থেকেও দেখা যাচ্ছিল আগ্রার তাজমহলকে। ধোঁয়াশার চাদরে সম্পূর্ণ ঢাকা পড়ে যায় তাজমহল। একই অবস্থা ছিল অযোধ্যা-সহ উত্তর প্রদেশের অন্যত্র।

এদিকে, শীতের দাপট শুরু হয়ে গিয়েছে পঞ্জাবে। এদিন সকালে কনকনে ঠান্ডায় কাঁপতে থাকে পঞ্জাবের লুধিয়ানা। লুধিয়ানাতেও সকালের কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। কম দৃশ্যমানতার জন্য সমস্যায় পড়েন গাড়ির চালকরা।

You might also like!