Country

1 week ago

Madhya Pradesh:গোপনীয়তা লঙ্ঘন : ২১ নভেম্বর মধ্যপ্রদেশের আটার বিধানসভা আসনের একটি বুথে পুনর্নির্বাচন

Madhya Pradesh Assembly Elections
Madhya Pradesh Assembly Elections

 

ভোপাল, ২০ নভেম্বর : মঙ্গলবার, ২১ নভেম্বর মধ্যপ্রদেশের আটার বিধানসভা আসনের একটি বুথে আবার ভোট গ্রহণের নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। সোমবার একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের নির্বাচন কমিশন ২১ নভেম্বর মধ্যপ্রদেশের ভিন্দ জেলার আটার বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। একজন জেলা আধিকারিক জানিয়েছেন, গোপনীয়তা লঙ্ঘনের কারণে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ ১৭ নভেম্বর নির্বাচনের দিন কিছু লোক কিশুপুরে সংশ্লিষ্ট বুথে ভোটের ভিডিও শ্যুট করেছিল। গোপনীয়তা ভঙ্গের দায়ে পোলিং টিমের চার সদস্যকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। জেলা কালেক্টর ও রিটার্নিং অফিসার সঞ্জীব শ্রীবাস্তব এই তথ্য জানিয়েছেন।


You might also like!