Country

2 weeks ago

Vijaya Rahatkar:জাতীয় মহিলা কমিশন-এর নতুন চেয়ারম্যান বিজয়া রাহাতকার

Vijaya Rahatkar
Vijaya Rahatkar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিজয়া রাহাতকার, জাতীয় মহিলা কমিশন-এর নতুন চেয়ারম্যান হয়েছেন। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক এই মর্মে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। এর আগে মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ও ঔরঙ্গবাদের মেয়রের দায়িত্ব সামলেছেন তিনি। এদিকে, ডক্টর অর্চনা মজুমদারকে জাতীয় মহিলা কমিশন-এর সদস্য হিসেবে নিয়োগ করেছে মন্ত্রক।

You might also like!