Country

2 months ago

Vice-President visits Bihar:২৯ সেপ্টেম্বর বিহারে সফর উপ-রাষ্ট্রপতির, অংশ নেবেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে

Vice President and Rajya Sabha Chairman Jagdeep Dhankhar
Vice President and Rajya Sabha Chairman Jagdeep Dhankhar

 

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর : উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় আগামীকাল, ২৯ সেপ্টেম্বর বিহার সফরে যাচ্ছেন। ওই দিন বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশ নেবেন উপ-রাষ্ট্রপতি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি সদস্যদের সাথে মতবিনিময় করবেন। গয়াতে যাওয়ারও কর্মসূচি রয়েছে উপ-রাষ্ট্রপতির।

সরকারিভাবে বৃহস্পতিবার জানানো হয়েছে, একদিনের সফরে শুক্রবার সস্ত্ৰীক বিহার সফরে যাবেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন। একদিনের সফরে গয়াতেও যাওয়ার কর্মসূচি রয়েছে উপ-রাষ্ট্রপতির।


You might also like!