চেন্নাই, ১৫ নভেম্বর: প্রয়াত হয়েছেন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী ও সিপিআই (এম) নেতা শঙ্করাইয়া। বুধবার ১০২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ঠাণ্ডা ও জ্বরের অসুস্থতায় ভুগছিলেন প্রবীণ এই সিপিআই (এম) নেতা, চিকিৎসাধীন ছিলেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
বুধবার সকালে শঙ্করাইয়ার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০২ বছর বয়সে চেন্নাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী ও সিপিআই (এম) নেতা শঙ্করাইয়া। ঠাণ্ডা ও জ্বরের চিকিৎসা চলছিল তাঁর। হাসপাতাল থেকে তাঁর মরদেহ দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পর দেহ নিয়ে যাওয়া হবে নিজ বাসভবনে।