Country

11 months ago

Hyderabad:হায়দরাবাদে ভোট দিলেন ওয়েইসি, ভোটাধিকার প্রয়োগ মাধবীলতার

Madhveela is the BJP candidate from Hyderabad
Madhveela is the BJP candidate from Hyderabad

 

হায়দরাবাদ, ১৩ মে : তেলঙ্গানার হায়দরাবাদ সংসদীয় কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমীন (এমআইএম) প্রার্থী আসাদুদ্দিন ওয়েইসি ভোট দিলেন। ওয়েইসির বিরুদ্ধে বিজেপি এ বার প্রার্থী করেছে মাধবীলতাকে। কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস প্রার্থী করেছে গদ্দাম শ্রীনিবাস রেড্ডিকে।

সকাল সকাল ভোট দিলেন হায়দরাবাদের বিজেপি প্রার্থী মাধবীলতা। ভোট দেওয়ার পর তিনি জানান, ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে এক জন ব্যক্তি যেমন নিজের জীবন এবং তাঁর পরিবারের উন্নতির পথে পদক্ষেপ করেন, তেমনই পিছিয়ে পড়া শ্রেণির উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।" মাধবীলতা বলেছেন, "আমি ভোটার ভাই ও বোনদের কাছে আবেদন করতে চাই, আপনার দেওয়া প্রতিটি ভোট শুধু হায়দরাবাদ ও তেলেঙ্গানাকে নয়, সমগ্র দেশকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের ভোট হায়দরাবাদ ও তেলেঙ্গানায় অত্যন্ত প্রয়োজনীয় পরিবর্তন আনবে।"

You might also like!