Country 6 months ago

Varanasi court will announce verdict : জ্ঞানবাপি মামলা: আজ রায় ঘোষণা করবে বারাণসী আদালত, জারি ১৪৪ ধারা

Varanasi court will announce verdict today

 

বারাণসী, ১২ সেপ্টেম্বর : সোমবার শ্রীনগর গৌরী-জ্ঞানবাপি মামলার রায় ঘোষণা করবে বারাণসী জেলা আদালত। জেলা বিচারক এ কে বিশ্বেশ গত মাসে এই মামলায় ১২ সেপ্টেম্বর পর্যন্ত আদেশ সংরক্ষণ করেছিলেন। সিদ্ধান্তটি জ্ঞানবাপি মসজিদ কমপ্লেক্সে হিন্দু দেবতাদের পূজা করার অনুমতি চেয়ে হিন্দু মহিলাদের আবেদনের রক্ষণাবেক্ষণের সঙ্গে সম্পর্কিত।

জেলা আদালতের আদেশের একদিন আগে রবিবার উত্তর প্রদেশের বারাণসীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞামূলক আদেশ (ধারা ১৪৪) জারি করা হয়েছে। কাশী বিশ্বনাথ-এর মধ্যে শ্রিংগার গৌরী স্থলে পূজা করার অনুমতি চেয়ে পাঁচজন হিন্দু মহিলার আবেদনের রক্ষণাবেক্ষণের বিষয়ে কোনও আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয় তা নিশ্চিত করার জন্য পুলিশ শহরের যে সমস্ত এলাকায় বাহিনী মোতায়েন করে টহলদারী চলছে।

কাশী বিশ্বনাথ-জ্ঞানবাপি মসজিদ কমপ্লেক্সের মধ্যে শ্রিংগার গৌরী স্থলে পূজা করার অনুমতি চেয়ে পাঁচজন হিন্দু মহিলা আবেদনটি দায়ের করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় বারাণসী আদালত মে মাসে কমপ্লেক্সের ভিডিওগ্রাফি সমীক্ষার নির্দেশ দেয়। গত ১৬ মে জরিপ কাজ শেষ হয় এবং ১৯ মে আদালতে এর প্রতিবেদন দাখিল করা হয়।

You might also like!