Country

1 week ago

V senthil balaji got bail : ভি সেন্থিল বালাজিকে জামিন দিল সুপ্রিম কোর্ট, বিজেপিকে তীব্র আক্রমণ ডিএমকে-র

V senthil balaji (symbolic picture)
V senthil balaji (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর : সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী তথা ডিএমকে নেতা ভি সেন্থিল বালাজি। বৃহস্পতিবার অর্থের বিনিময়ে চাকরি সংক্রান্ত অর্থ তছরূপ মামলায় ভি সেন্থিল বালাজিকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি অভয় ওকা এবং অগাস্টিন জর্জ মসিহর বেঞ্চ শর্তসাপেক্ষে বালাজিকে জামিন দিয়েছে। ট্রায়ালে বিলম্ব হওয়ার কারণেই এই জামিন প্রদান করেছে সর্বোচ্চ আদালত।

এদিকে, সুপ্রিম কোর্টে সেন্থিল বালাজি জামিন পেতেই বিজেপির তীব্র সমালোচনা করেছে ডিএমকে। ডিএমকে মুখপাত্র সারাভানন আন্নাদুরাই বলেছেন, "এটি স্বাগতযোগ্য সিদ্ধান্ত। ভি সেন্থিল বালাজিকে বিজেপির ষড়যন্ত্রের কারণে গ্রেফতার করা হয়েছিল। ইডি, সিবিআই এবং আইটি বিভাগগুলি বিজেপির রাজনৈতিক প্রতিপক্ষদের নিশানা করছে...ইডি সেন্থিল বালাজিকে নির্যাতন করেছে, তাঁকে পছন্দের হাসপাতালে চিকিৎসা নেওয়ার আবেদনের বিরোধিতা করা হয়েছিল।

You might also like!