মালাপ্পুরাম, ২৯ সেপ্টেম্বর : প্রথম দিনের মতোই উৎসাহ ও উদ্দীপনা একেবারে অটুট রয়েছে, কমেনি একটুও। বৃহস্পতিবার ২২ তম দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এদিন সকালে কেরলের মালাপ্পুরমের নিলাম্বুর থেকে শুরু হয় 'ভারত জোড়ো যাত্রা', কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এদিনও পদযাত্রায় হাঁটেন অসংখ্য কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকরা।
কেরলের জনগণ 'ভারত জোড়ো যাত্রা'-য় অসীম ভালোবাসা প্রদর্শন করেছে বলে দাবি করেছে কংগ্রেস। টুইট করে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, "কেরলের জনগণ ভারত জোড়ো যাত্রায় অসীম ভালবাসা প্রদর্শন করেছে।" কংগ্রেস নেতৃত্বদের মধ্যে তো উৎসাহ রয়েছেই, অনেক সাধারণ মানুষকেও পদযাত্রায় অংশ নিতে দেখা যায়।