উত্তরকাশি, ১৮ নভেম্বর : দেখতে দেখতে ৭-দিন হয়ে গিয়েছে, অথচ এখনও উত্তরাখণ্ডের উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন আটকে পড়া শ্রমিকদের পরিজনরা। শনিবার সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের এক আত্নীয় ক্ষোভের সুরেই জানিয়েছেন, "সরকার অথবা কোম্পানি কেউ কিছু করছে না। তাঁরা শুধু আমাদের আশ্বাস দিচ্ছেন।"
প্রসঙ্গত, গত রবিবার সকাল থেকে উত্তরকাশির সুড়ঙ্গে আটকে রয়েছেন কমপক্ষে ৪০ জন শ্রমিক। তাঁদের উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেস্ট চালানো হচ্ছে। সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শনিবার সকালেই ঘটনাস্থলে আসেন প্রধানমন্ত্রীর দফতরের ডেপুটি সেক্রেটারি মঙ্গেশ ঘিলদিয়াল। তিনিও সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন।