Country

6 months ago

Yogi Aditya Nath: উত্তর প্রদেশ বিধানসভার বাদল অধিবেশন শুরু, যোগী বললেন বিরোধীদের প্রশ্নের উত্তর দেবে সরকার

Yogi Aditya Nath

 

লখনউ, ১৯ সেপ্টেম্বর : উত্তর প্রদেশ বিধানসভার বাদল অধিবেশন শুরু হয়েছে। সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত সরকার। তিনি জানিয়েছেন, বাদল অধিবেশনে আমাদের সরকার বন্যার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা করবে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বলেছেন, উত্তর প্রদেশ বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে। এই অধিবেশন থেকে রাজ্যবাসীর অনেক প্রত্যাশা রয়েছে। আমাদের সরকার বন্যার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা করবে। আমরা এই অধিবেশনে বিরোধীদের প্রশ্নের উত্তর দেব। সমাজবাদী পার্টির মিছিল প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন যোগী। তিনি বলেছেন, কোনও দল গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের প্রশ্ন করলে ক্ষতি নেই। সমাজবাদী পার্টির উচিত এমন কোনও মিছিলের অনুমতি নেওয়া যাতে কারও ক্ষতি না হয়। সমাজবাদী পার্টির নেতাদের কাছ থেকে আইন ও শৃঙ্খলা অনুসরণ করা খুব বেশি প্রত্যাশার বিষয়।


You might also like!