Country

3 weeks ago

Uttar Pradesh accident: উত্তর প্রদেশ, অ্যাম্বুল্যান্সের চাকা ফেটে দুর্ঘটনা, মৃত রোগী-সহ ৫ জন

Uttar Pradesh accident
Uttar Pradesh accident

 

সীতাপুর, ১৭ অক্টোবর : দ্রুতগতির অ্যাম্বুল্যান্সের চাকা ফেটে ভয়াবহ দুর্ঘটনা| শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের সীতাপুরে। এদিন রাস্তার পাশে উল্টে যায় অ্যাম্বুল্যান্স| অ্যাম্বুল্যান্সে থাকা এক রোগী-সহ ৫ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। স্থানীয় সূত্রে খবর, হিন্দু হাসপাতালের সামনে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরাখণ্ড থেকে এক রোগীকে নিয়ে বারাণসীর হাসপাতালে যাচ্ছিল ওই অ্যাম্বুল্যান্স। মৃত তিনজনের পরিচয় জানা গিয়েছে। বাকি দু'জনের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

You might also like!