Country

10 months ago

Piyush Goyal: মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতারা ভারতীয় মোটর যন্ত্রাংশ আমদানি দ্বিগুণ করছে : পীযুষ গোয়েল

Piyush Goyal (File Picture)
Piyush Goyal (File Picture)

 

নয়াদিল্লি, ১৪ নভেম্বর : মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতারা ভারতীয় মোটর যন্ত্রাংশ আমদানি দ্বিগুণ করছে বলে মঙ্গলবার মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। মঙ্গলবার তিনি ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টে টেসলা ইনকর্পোরেটেডের অত্যাধুনিক উৎপাদন কারখানা পরিদর্শন করে একথা বলেন।

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযুষ গোয়েল চারদিনের সফরে আমেরিকা গিয়েছেন। মঙ্গলবার তিনি ক্যালিফোর্নিয়ায় টেসলার অত্যাধুনিক কারখানা পরিদর্শন করেছেন। বাণিজ্য মন্ত্রী এক্স-এ লিখেছেন, “প্রতিভাবান ভারতীয় ইঞ্জিনিয়ার এবং অর্থনৈতিক পেশাদারদের বর্ষীয়ান পদে অধিষ্ঠিত কর্মীদের কর্মদক্ষতার ফলেই টেসলার অসাধারণ স্থানে আজ পৌঁছে গিয়েছে। তার অবদান অত্যন্ত আনন্দদায়ক ”। টেসলা ইভি সাপ্লাই চেইনে ভারত থেকে অটো কম্পোনেন্ট সরবরাহকারীদের ক্রমবর্ধমান গুরুত্ব দেখে টেসলাও গর্বিত। এটি ভারত থেকে তার মোটর যন্ত্রাংশ আমদানি দ্বিগুণ করার দিকেই রয়েছে। গোয়েল এদিন আরও জানান, এলন মাস্ককে তাঁর উপস্থিতির জন্য মিস করেছি এবং আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।

বাণিজ্যমন্ত্রী গোয়েল ১৩ থেকে ১৬ নভেম্বর সান ফ্রান্সিসকো, মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করছেন। ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কাঠামো, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্পর্কিত দেশগুলির সভা এবং মন্ত্রী পর্যায়ের কর্মসূচিতে যোগ দেওয়াই তাঁর সফরের উদ্দেশ্য।

You might also like!