Country 6 months ago

Piyush Goyal in San Francisco : বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হয়ে উঠেছে ভারত : পীযূষ গোয়েল

Union Minister Piyush Goyal in San Francisco

 

সান ফ্রান্সিসকো, ৬ সেপ্টেম্বর : বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হয়ে উঠেছে ভারত। আমেরিকার সান ফ্রান্সিসকোতে বললেন ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল। ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, "ভারত বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হয়ে উঠেছে। বিশ্ব নেতৃবৃন্দ এবং উন্নত দেশগুলি ভারতের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে - দ্বিপাক্ষিক চুক্তির সন্ধান করছে, ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের জন্য।"

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, "ভারতে অভূতপূর্ব অর্থনৈতিক সংস্কার করা হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডের সীমানা প্রসারিত করার জন্য নতুন উদ্যম আছে। ভারতে বৃদ্ধির হার এটাই বুঝিয়ে দিচ্ছে যে আমরা ৩০ বছরে $৩০ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছি।" তিনি সিএ-দের 'ব্র্যান্ড ইন্ডিয়া'-র অ্যাম্বাসেডর হওয়ারও আহ্বান জানান। পীযূষ বলেন, "ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বার্তা ছড়িয়ে দিন....আপনাদের সবাইকে উপহার দেওয়ার জন্য 'মেড ইন ইন্ডিয়া' পণ্য বেছে নেওয়ার জন্য আবেদন জানাব।"

প্রসঙ্গত, সান ফ্রান্সিসকোতে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াস্পোরা স্টাডিজ (এফআইআইডিএস) এবং গ্লোবাল ইন্ডিয়ান টেকনোলজি প্রফেশনাল অ্যাসোসিয়েশন (জিআইটিপিআরও)-এর নেতৃবৃন্দের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সান ফ্রান্সিসকোতে গদর মেমোরিয়ালও পরিদর্শন করেন তিনি।

You might also like!