Country

4 weeks ago

Yamunotri highway collapsed: ধসে পড়ল যমুনোত্রী হাইওয়েতে নির্মাণাধীন টানেলের একটি অংশ, আটকে একাধিক শ্রমিক

Yamunotri Highway (File picture)
Yamunotri Highway (File picture)

 

উত্তরকাশী, ১২ নভেম্বর  : উত্তরাখণ্ডের যমুনোত্রী হাইওয়ের অল ওয়েদার রোড প্রকল্পের দীর্ঘতম নির্মাণাধীন ডাবল লেনের টানেলের একটি অংশ ভেঙে পড়েছে।বেশ কয়েকজন শ্রমিক টানেলের মধ্যে আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে। ব্রহ্মখাল-যমুনোত্রী জাতীয় সড়কের সিল্কিয়ারা থেকে দান্দলগাঁও পর্যন্ত এই টানেলটি তৈরি করা হচ্ছে। শনিবার গভীর রাতে টানেলের একাংশ ভেঙে পড়েছে। জানা গেছে, সিল্কিয়ারা থেকে ১৭৯ মিটার আগে ভূমিধসের ঘটনা ঘটেছে।

ডেপুটি ডিস্ট্রিক্ট অফিসার দুন্দা ব্রিজেশ তিওয়ারি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জেলা বিপর্যয় মোকাবিলা ও এসডিআরএফ দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ সুপার অর্পণ যদুবংশীও। এই টানেলের দৈর্ঘ্য ৪.৫ কিলোমিটার। এর কাজ শেষ পর্যায়ে। প্রায় চার কিলোমিটার খনন করা হয়েছে।

প্রায় ৮৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনোত্রী মহাসড়কের সিল্কিয়ারা এবং পলগাঁওয়ের মধ্যে এই অত্যাধুনিক টানেলটি নির্মাণে ৭০০-৮০০ জনেরও বেশি শ্রমিক দিনরাত কাজ করছে। আশা করা হয়েছিল যে, ২০২৪ সালের ফেব্রুয়ারির মধ্যে টানেলের কাজ শেষ হবে। এটি নির্মাণের ফলে, গঙ্গোত্রী এবং যমুনোত্রীর মধ্যে দূরত্ব কমবে, সময়ও ৫০ মিনিট বাঁচবে। এর পাশাপাশি উত্তরকাশী জেলার রাওয়াই উপত্যকাও শীতে রাডি টপে তুষারপাতের কারণে রাস্তা বন্ধের সমস্যা থেকে মুক্তি পাবে। রাওয়াই উপত্যকায় প্রায় দুই লাখ লোকের বসবাস।

You might also like!