Country

3 weeks ago

Amit shah:ক্ষমতা অর্জনের জন্য উদ্ধবজি বালাসাহেব ঠাকরের সমস্ত নীতি ভুলে গেছেন : অমিত শাহ

Amit shah
Amit shah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-কে তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। মহারাষ্ট্রের ধুলে-তে এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, "আঘাড়ি (মহা বিকাশ আঘাড়ি) শুধুমাত্র তুষ্টিকরণ করতে চায়। ক্ষমতা অর্জনের জন্য, উদ্ধবজি বালাসাহেব ঠাকরের সমস্ত নীতি ভুলে গেছেন। উদ্ধববাবু, এখন কার সঙ্গে বসে আছেন? এখন আপনি তাঁদের সঙ্গে আছেন যারা ঔরঙ্গবাদের নাম পরিবর্তন, রাম মন্দির নির্মাণ, ৩৭০ ধারা বাতিল এবং পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আপত্তি জানিয়েছিল। মহারাষ্ট্রের জনগণের সামনে দু'টি স্পষ্ট দিক রয়েছে - আঘাড়ি, যা ঔওরঙ্গজেব ফ্যান ক্লাব, এবং অন্যটি মহাযুতি যা ছত্রপতি শিবাজি মহারাজ এবং বীর সাভারকরের নীতিগুলি অনুসরণ করে।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, "আঘাড়ি লোকজন সমস্ত সম্প্রদায়ের বিরোধিতা করে। রামগিরি মহারাজের বিরুদ্ধে তারা বক্তব্য রাখেন। তারা সিন্দখেদায় দাঙ্গা সৃষ্টি করেছে এবং তারা এমন লোকদের প্রচার করছে যারা মহারাষ্ট্র ও দেশের জন্য ভালো নয়।" অমিত শাহ বলেছেন, "মনমোহন সিং ভারতের অর্থনীতিকে ১১ নম্বরে রেখে গিয়েছিলেন, মোদীজি ১০ বছরের মধ্যে দেশের অর্থনীতিকে ৫ নম্বরে নিয়ে গিয়েছেন। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, ২০২৭ সালের মধ্যে ভারতের অর্থনীতি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি।"

You might also like!