মুম্বই, ৫ আগস্ট : দিল্লি সফরে আসছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মঙ্গলবার থেকে তাঁর দিল্লি সফর শুরু হচ্ছে, ৩-দিনের এই সফরে দিল্লি বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির জানিয়েছে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মঙ্গলবার থেকে ৩ দিনের জন্য দিল্লি সফর করবেন। এই সময়ে তিনি কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও বিরোধীদের ইন্ডি জোটের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে উদ্ধব ঠাকরের।