পানাজি, ১৮ নভেম্বর : গোয়ায় এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দুই মহিলার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
শনিবার সকালে গোয়ার ভাস্কো শহরে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে ২৬ বছর বয়সী এক মহিলা ও তার বৃদ্ধ শাশুড়ির মৃত্যু হয়েছে। পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক এদিন জানিয়েছেন, শনিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবানী রাজাওয়াত এবং তাঁর ৬৫ বছর বয়সী শাশুড়ি জয়দেবীর।
পুলিশ জানিয়েছে, গোয়ার ভাস্কোর নিউ ভাদেম কলোনিতে এদিন রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সময় মৃতদের বাড়িতে তাঁরা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।