জম্মু, ১৭ নভেম্বর : পর্যটক তথা স্থানীয় মানুষজনের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে জম্মুর নাগরোটার জাম্বু চিড়িয়াখানান। ইতিমধ্যেই ৯ বছর বয়সী দু'টি রয়্যাল বেঙ্গল টাইগার এসে পৌঁছেছে এই চিড়িয়াখানায়, চেন্নাইয়ের আরিঙ্গার আন্না জুওলজিক্যাল পার্ক থেকে জম্মুর নাগরোটার জাম্বু চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে বাঘ দু'টি।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘ দু'টিকে ৪,৫০০ বর্গ মিটারের বেশি বিস্তৃত একটি প্রাকৃতিক ও সমৃদ্ধ এনক্লোজারে রাখা হবে। এনক্লোজারে পুকুর, মাচান এবং ঠান্ডা আবহাওয়া থেকে রেহাই পাওয়ার জন্য গরম এবং বায়ুচলাচল সুবিধা রয়েছে। বাঘগুলিকে আপাতত এক সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তারপর প্রকাশ্যে দেখতে পারবেন চিড়িয়াখানায় আগত মানুষজন।