Country

9 months ago

Encounter at Sopore : জম্মু-কাশ্মীরের সোপোরে এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, উভয়েই জইশ সন্ত্রাসবাদী

Two Militant killed in sopore encounter
Two Militant killed in sopore encounter

 

শ্রীনগর, ১ সেপ্টেম্বর : কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি। জঙ্গিদের গতিবিধি সম্পর্কে টের পাওয়ার পর বুধবার রাত থেকে সোপোরের বোমাই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। গভীর রাত পর্যন্ত চলে এই অভিযান। এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশ হওয়ার পাশাপাশি একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।

জম্মু-কাশ্মীর পুলিশের এক কর্তা জানিয়েছেন, নিহত দুই জঙ্গি জইশ-ই-মহম্মদ সন্ত্রাসী সংগঠনের সদস্য ছিল। কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গিদের নাম-সোপোরের বাসিন্দা মহম্মদ রফি ও পুলওয়ামার বাসিন্দা কায়সার আশরাফ। দুই সন্ত্রাসীর নামে একাধিক অপরাধের মামলা রয়েছে। সোপোরে এলাকায় সাধারণ নাগরিকদের হামলার পরিকল্পনা ছিল তাদের।


You might also like!