ত্রিচি, ২ এপ্রিল : তামিলনাড়ুর ত্রিচি-চেন্নাই হাইওয়েতে বাস ও লরির সংঘর্ষে প্রাণ হারালেন দু'জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে ত্রিচি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখোমুখি সংঘর্ষের জেরে বাসের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ত্রিচি-চেন্নাই হাইওয়েতে একটি বাস ও লরির মধ্যে জোরালো সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাসটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু'জন এবং ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।