Country

1 week ago

Tejas express derailed: গাজিয়াবাদে লাইনচ্যুত তেজস এক্সপ্রেসের দু''টি বগি, তদন্তের নির্দেশ রেলের

Two coaches of Tejas Express derailed in Ghaziabad
Two coaches of Tejas Express derailed in Ghaziabad

 

গাজিয়াবাদ, ৭ জুন: উত্তর প্রদেশের গাজিয়াবাদে লাইনচ্যুত হয়ে তেজস এক্সপ্রেসের দু''টি বগি। ভুবনেশ্বর থেকে দিল্লি যাচ্ছিল তেজস এক্সপ্রেসটি, শুক্রবার গাজিয়াবাদ রেল স্টেশনের কাছে তেজস এক্সপ্রেসের দু''টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এই ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

সৌভাগ্যবশত স্টেশনের কাছে আসার সঙ্গে সঙ্গে ট্রেনটির গতি কমছিল; তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। গাজিয়াবাদ স্টেশনের চার নম্বর প্লাটফর্মের প্রায় ১০০ মিটার আগে ঘটেছে দুর্ঘটনাটি। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও রেলের আধিকারিকরা। লাইনচ্যুত বগির যাত্রীদের অন্য কোচে স্থানান্তর করা হয়েছে। লাগেজ বগির পেছনের কোচের চাকা লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!