Country

1 week ago

Bihar:ছটপুজো দিয়ে ফেরার পথে ঝামেলা! বিহারের লখিসরাইয়ে গুলিবিদ্ধ হয়ে খুন দু'জন, আহত আরও ৪

Two people were shot dead in Bihar's Lakhisarai
Two people were shot dead in Bihar's Lakhisarai

 

লখিসরাই, ২০ নভেম্বর : বিহারের লখিসরাই জেলায় 'ভালবাসার সম্পর্ক' নিয়ে ঝামেলার জেরে খুন হলেন একই পরিবারের দু'জন সদস্য। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লখিসরাই জেলার কাবাইয়া থানার অন্তর্গত পাঞ্জাবি মহল্লায়। লখিসরাইয়ের পুলিশ সুপার পঙ্কজ কুমার জানিয়েছেন, ছট ঘাট থেকে পুজো দিয়ে ফেরার সময় এই ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে বেগুসরাই সদর হাসপাতাল থেকে পাটনায় রেফার করা হয়েছে। বিষয়টি একটি প্রেমের সম্পর্কের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত চলছে।

উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে ঘাট থেকে বাড়ি ফিরছিলেন একটি পরিবারের সদস্যরা। সেই সময় 'ভালবাসার সম্পর্ক' নিয়ে ঝামেলা হয়, এক ব্যক্তি গুলি চালালে দুই ভাইয়ের মৃত্যু হয় এবং ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নিহতদের স্ত্রী, বোন ও বাবা রয়েছেন। আহতদের চিকিৎসার জন্য পাটনায় রেফার করা হয়েছে। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।


You might also like!