Country

1 week ago

Bangladesh issue: কেন্দ্রের অবস্থানকে সমর্থন করবে তৃণমূল, বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য সুদীপের

Delhi
Delhi

 

নয়াদিল্লি, ২৮ নভেম্বর : বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ভারত সরকারের অবস্থানকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। জানালেন দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ প্রসঙ্গে ভারত সরকারের অবস্থানকে সমর্থন করবে তৃণমূল।

সুদীপ বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, তৃণমূল কংগ্রেস কোনও আন্তর্জাতিক ইস্যুতে অথবা বিদেশ মন্ত্রকের সঙ্গে সম্পর্কিত বিষয়ে কোনও বিবৃতি দেয় না। আমরা ভারত সরকারের অবস্থানকে সমর্থন করব।" উল্লেখ্য, এর আগে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই মন্তব্য করেছিলেন।


You might also like!