নয়াদিল্লি, ১৫ নভেম্বর: আদিবাসী সমাজের অবিসংবাদী নেতা, স্বাধীনতা আন্দোলনের বীর সৈনিক ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধার সঙ্গে নমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। বুধবার সকালে সংসদ ভবন কমপ্লেক্সে ভগবান বিরসা মুন্ডাকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন মীনাক্ষী লেখি। পরে তিনি বলেছেন, "ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সম্প্রদায়ের বিরাট বড় অবদান রয়েছে।"
মীনাক্ষী লেখির কথায়, "স্বাধীনতা সংগ্রামের সময় আদিবাসী সম্প্রদায়ের সমস্ত কাজ আমাদের সকলের জন্য গর্বের বিষয়... আদিবাসী সম্প্রদায়ের কাজ সম্পর্কে মানুষকে জানাতে জনজাতি গৌরব দিবস উদযাপন করা হচ্ছে। আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য বেশ কিছু কর্মসূচি ও পরিকল্পনাও শুরু করা হয়েছে।" জন্মবার্ষিকীতে ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, লোকসভার স্পিকার ওম বিড়লা প্রমুখ।