Country 5 months ago

তিনদিনের জম্মু ও কাশ্মীর সফর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, উপত্যকায় সতর্কতা

তিনদিনের জম্মু ও কাশ্মীর সফর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, উপত্যকায় সতর্কতা

 

জম্মু, ১ অক্টোবর : আগামী ৩ অক্টোবর সোমবার থেকে জম্মু ও কাশ্মীরে তিন দিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফর ঘিরে নিরাপত্তার বিষয়ে পুরো রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। এজন্য লক্ষনপুর থেকে বারামুল্লা পর্যন্ত চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। উধমপুরে দুটি বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজোরিতে এক মহিলার কাছ থেকে আইইডি উদ্ধার করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু ও কাশ্মীরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজৌরি ও বারামুল্লায় জনসভা করবেন। রাজ্যের এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, জেলায় তল্লাশি চালানো হচ্ছে। আর এটি নিয়মিতভাবে চলছে।জম্মু সফরে অমিত শাহ কনভেনশন সেন্টারে যাবেন। এজন্য এখন থেকে কনভেনশন সেন্টারের বাইরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্কিট হাউসের নিরাপত্তাও বাড়ানো হয়েছে এবং ক্যানাল রোডে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।জম্মু এবং শ্রীনগর শহর ছাড়াও, পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি দূরবর্তী এলাকায়ও নজরদারি এবং টহল বাড়িয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে। এ সময় আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

You might also like!