নয়াদিল্লি, ১৪ আগস্ট : স্বাধীনতা দিবসের আগে আলোর মালায় সেজে উঠলো রাষ্ট্রপতি ভবন ও সংসদ ভবন। বৃহস্পতিবার ৭৮-তম স্বাধীনতা দিবস, তার আগে মঙ্গলবার রাত থেকেই আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে রাষ্ট্রপতি ভবন ও সংসদ ভবন। দিল্লির লালকেল্লাও সাজিয়ে তোলা হয়েছে।
এদিকে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লিতে নিরাপত্তা অনেকটাই আঁটোসাঁটো করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নানা স্থানে। চলছে নজরদারি। দিল্লির সরোজিনী নগর মার্কেটে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।উত্তরপ্রদেশ বিধানসভা এবং চারবাগ রেলওয়ে স্টেশনও ৭৮-তম স্বাধীনতা দিবসের আগে সাজিয়ে তোলা হয়েছে। জম্মু ও কাশ্মীরের মাত্তানে অবস্থিত মার্তান্ড সূর্য মন্দির আলোকিত করা হয়েছে।