রোহতক, ২০ সেপ্টেম্বর : ভোটমুখী হরিয়ানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠলো প্রশ্ন। বৃহস্পতিবার রাতে রোহতকে একটি মদের দোকানে দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারিয়েছেন ৩ জন, এছাড়াও দু'জন জখম হয়েছেন। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে বোহার গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মদের দোকানের সামনে বসেছিলেন বোহার গ্রামের ৫ যুবক। সেই বাইকে আসে ৮ জন যুবক এবং ৫ জনকেই নির্বিচারে গুলি চালায়। দুষ্কৃতীদের গুলিতে ৩ জনের মৃত্যু হয়েছে এবং দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন - অমিত, জয়দীপ ও বিনয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।