নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : এলটিসি কেলেঙ্কারির মামলায় প্রাক্তন রাজ্যসভার সদস্য তথা বর্তমান আরজেডি বিধায়ক অনিল কুমার সাহনিকে শনিবার তিন বছরের কারাদণ্ড দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। এছাড়া মামলার বিভিন্ন ধারায় সাহনিকে ৩.২৫ লাখ টাকা জরিমানাও করেছে আদালত। বিশেষ জজ এম কে নাগপাল এই রায় দেন। এছাড়াও আদালত এই মামলায় আরও দুই দোষী এনএস নায়ার এবং অরবিন্দ তিওয়ারিকে দুই বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। আদালত ভারতীয় দণ্ডবিধির ১২০ ধারায় তিন অভিযুক্তকে দুই বছরের কারাদণ্ড এবং ৫৫ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়াও, আদালত অনিল সাহনিকে ২০১ ধারায় দোষী সাব্যস্ত করেছে (প্রমাণ লোপাট) এবং এক বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করেছে। আদালত সাহনিকে ৪২০ ধারায় দোষী সাব্যস্ত করেছে এবং এক বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করেছে। আদালত ৪৭১ ধারায় জালিয়াতির জন্য সাহনিকে দোষী সাব্যস্ত করেছে এবং তিন বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছে। আদালত বলেছে , সাহনির বিভিন্ন ধারায় কারাদণ্ডের সাজা একই সাথে চলবে অর্থাৎ সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বহাল রাখা হল। তবে জরিমানার পরিমাণ আলাদাভাবে দিতে হবে।