নয়াদিল্লি, ১৪ এপ্রিল : তিনটি নতুন ফৌজদারি আইন একবিংশ শতাব্দীর বৃহত্তম সংস্কার। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ভারত সরকার বিচার ব্যবস্থাকে জনকেন্দ্রিক ও বৈজ্ঞানিক করার চেষ্টা করছে। সোমবার নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ফরেনসিক সায়েন্স সামিট-এ ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ন্যায়বিচারপ্রার্থীরা যাতে সময়মতো ন্যায়বিচার পান এবং ন্যায়বিচার পাওয়ার সন্তুষ্টি পায়, তা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে।
তিনি বলেন, দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে ফরেনসিক বিজ্ঞান খুবই কার্যকর। অমিত শাহ বলেন, এর মাধ্যমে মূল লক্ষ্য হল একটি নিরাপদ ও সক্ষম ভারত গড়ে তোলা। তিনি বলেন, যদি আমাদের সময়মতো ন্যায়বিচার প্রদান করতে হয় তাহলে ফরেনসিক বিজ্ঞান ছাড়া তা সম্ভব নয়। সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দল, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি (অবসরপ্রাপ্ত) ভি রামসুব্রহ্মণ্যম, ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানিও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্র, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, তদন্ত সংস্থাগুলির প্রধানরা এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।