Country

7 months ago

Three men dead for drink : বিহারের বৈশালীতে বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু, ছয়জন অসুস্থ

Three men dead for drink poisious wine

 

পটনা, ২৮ আগস্ট : বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মদের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মৃত্যুর প্রক্রিয়া থামছে না। এবার ঘটনাটি বৈশালী জেলার জুঘনপুর থানার বীরপুর গ্রামের। বিষাক্ত মদ পানে তিনজন মারা যাওয়ার পাশাপাশি অন্য ছয়জন অসুস্থ হয়েছেন। শনিবার গভীর রাতে সবাই মদ পান করে।

মৃতদের মধ্যে রয়েছেন রাম মাহাতো, রাম প্রবেশ মাহাতো, জঙ্গলি মাহাতো। নিহতের স্বজনরা জানিয়েছেন, ওই গ্রামেই গভীর রাতে পাঁচজন মদ পান করেন। এরপর সকাল থেকেই সবার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে সবাইকে পটনার ফতুহায় অবস্থিত একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সার সময় তিনজন মারা যান।

মৃত জঙ্গলি মাহতোর মৃতদেহ স্বজনরা দাহ করলেও দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাজিপুর সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে পুলিশ এখনও কিছু বলতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মদ খেয়ে মৃত্যু হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

You might also like!