Country

1 week ago

Madhya Pradesh Accident: মধ্যপ্রদেশের মোরেনায় তিনটি বাড়ি ভেঙে মৃত দুই, উদ্ধারকাজ জারি

Morena
Morena

 

মোরেনা, ২৬ নভেম্বর : মধ্যপ্রদেশের মোরেনা জেলায় মধ্য রাতের বিস্ফোরণে ভেঙে পড়ল তিনটি বাড়ি। তিনটি বাড়ি ভেঙে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দু'জনের। এছাড়াও আরও দু'জন চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনও জারি রয়েছে। পুলিশ জানিয়েছে, মোরেনায় মধ্যরাতে বিস্ফোরণে তিনটি বাড়ি ভেঙে দু'জনের মৃত্যু হয়েছে
চিফ সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (সিএসপি) মোরেনা রবি সোনের বলেছেন, "গত ৬-৭ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলছে। দু'টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও দু'জনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধার অভিযান চলছে এবং আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধারকাজ সম্পূর্ণ করতে।"

You might also like!