Country

2 weeks ago

Uttar Pradesh house collapsed : উত্তর প্রদেশের মৈনপুরীতে ছাদ ভেঙে মৃত্যু ৩ মহিলার, বিপজ্জনক অবস্থায় ছিল বাড়িটি

Uttar Pradesh house collapsed (symbolic picture)
Uttar Pradesh house collapsed (symbolic picture)

 

মৈনপুরী, ২৯ আগস্ট : উত্তর প্রদেশের মৈনপুরী জেলায় দোতলা একটি বাড়ির ছাদ ভেঙে প্রাণ হারালেন ৩ জন। মৃতরা ৩ জন মহিলা ও একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মৈনপুরী জেলার ইব্রাহিমপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল ওই বাড়িটি। বৃহস্পতিবার আচমকাই বিকট শব্দ করে বাড়ির ছাদ ভেঙে পড়ে। ডেপুটি পুলিশ সুপার সত্য কুমার শর্মা বলেছেন, দোতলা বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হয়েছে ৩ মহিলার। কেউ আহত হননি। ঘটনার সময় বাড়িতে ৩ জন মহিলাই ছিলেন। বাড়িটি ১৫-১৬ বছরের পুরনো। দাবি করা হচ্ছে, ভারী বৃষ্টির কারণে ছাদ ভেঙে পড়েছে। তদন্ত শুরু হয়েছে।

You might also like!