Country 6 months ago

Andhra Pradesh : চিত্তুরে কাগজের প্লেট তৈরির কারখানায় আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু বাবা ও ছেলে-সহ ৩ জনের ছেল

Three dead in Andhra Pradesh fire

 

চিত্তুর, ২১ সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের চিত্তুরে কাগজের প্লেট তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগে প্রাণ হারালেন ৩ জন। এই ঘটনায় জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩ জনের মধ্যে বাবা ও ছেলে রয়েছেন। বুধবার ভোররাত দু'টো নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে অন্ধ্র্প্রদেশের চিত্তুরের রাঙ্গাছাড়ি স্ট্রিটে। মৃতদের নাম-কারখানার মালিক ভাস্কর (৬৫), তাঁর ছেলে ডি বাবু (৩৫) ও বালাজি (২৫) নামে এক যুবক। ফ্যাক্টরির মালিকের ছেলে পেশায় সফ্টওয়ার ইঞ্জিনিয়ার ছিল।

পুলিশ সূত্রের খবর, বাবাকে সাহায্যে করতে ফ্যাক্টরিতে এসেছিল ডি বাবু। বুধবার ভোররাত দু'টো নাগাদ কাগজের প্লেট তৈরির ওই কারখানায় আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। চিত্তুর পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে।


You might also like!