Country

9 months ago

Threat to attack in Mumbai : ২৬/১১-র ধাঁচে আবারও হামলা চালানো হবে, মুম্বই পুলিশ ট্রাফিক কন্ট্রোলে এল হুমকি বার্তা

Threat to attack like 26/11 in mumbai
Threat to attack like 26/11 in mumbai

 

মুম্বই, ২০ আগস্ট : বাণিজ্যনগরী মুম্বইয়ে ২৬/১১-র ধাঁচে আবারও হামলা চালানো হবে, এমনই হুমকি বার্তা পেল মুম্বই পুলিশ ট্রাফিক কন্ট্রোল। শনিবার হুমকি ফোন পাওয়া কথা স্বীকার করেছেন পুলিশ কর্তারা। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে হুমকি বার্তা দেওয়া হয়। পুলিশ কর্তারা আপাতদৃষ্টিতে মনে করছেন প্রতিবেশী দেশ পাকিস্তান থেকেই এই হুমকি বার্তা পাঠানো হয়েছে। কারণ যে ফোন নম্বর থেকে মেসেজটি পাঠানো হয়েছে, সেটি পাকিস্তানের। তাতে বলা হয়েছে, ৬ জন পাকিস্তানি চরমপন্থী ভারী অস্ত্রে সজ্জিত হয়ে মুম্বইয়ে ২৬/১১-র জঙ্গি হামলার স্মৃতি ফেরাবে।

এনসিপি নেতা ও বিরোধী দলনেতা অজিত পাওয়ার বলেছেন, রাজ্য সরকারকে হুমকিটিকে গুরুত্ব সহকারে নিতে হবে এবং তদন্ত করতে হবে। সম্প্রতি মুম্বইয়ের অদূরে রায়গড় উপকূলে পরিত্যক্ত একটি নৌকা থেকে অস্ত্র উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একে-৪৭ রাইফেল। রায়গড়ের হরিহরেশ্বর সৈকতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্রসমেত ওই নৌকা। এই ঘটনার পর মুম্বই পুলিশে জঙ্গি হামলা নিয়ে যে হুমকি বার্তা পাঠানো হল, তা এই প্রেক্ষিতে আলাদা গুরুত্ব পেয়েছে। এই হুমকি বার্তা পাওয়ার পরই নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। শুরু করা হয়েছে তদন্ত।


You might also like!