Country

11 months ago

Shivraj Singh Chouhan:যারা অপরাধ করেছে তাদের রেহাই দেওয়া হবে না, এটাই মোদীর গ্যারান্টি : শিবরাজ সিং চৌহান

Shivraj Singh Chouhan
Shivraj Singh Chouhan

 

কালাবুরাগি, ২১ ফেব্রুয়ারি : যারা অপরাধ করেছে তাদের রেহাই দেওয়া হবে না, এটাই মোদীর গ্যারান্টি। বিরোধীদের উদ্দেশ্যে বললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। বুধবার কর্ণাটকের কালাবুরাগিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, "বর্তমান অবস্থা দেখে সবাই এখন কংগ্রেস ছাড়ছে। তাঁরা ইডি এবং সিবিআই-কে দোষারোপ করেছে, যারা অপরাধ করেছে তাঁদের রেহাই দেওয়া হবে না এবং এটিই মোদীর গ্যারান্টি।"

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে শিবরাজ সিং চৌহান বলেছেন, "গতকাল রাহুল গান্ধী তাঁর ন্যায় যাত্রায় উত্তর প্রদেশের যুবকদের অপমান করেছিলেন। মল্লিকার্জুন খাড়গে-কে বলতে হবে কেন কালাবুরাগির মাথাপিছু আয় এত কমেছে, তিনি এখানে ৫০ বছরেরও বেশি সময় ধরে আছেন। আমি এখন বলছি এবং এটা লিখে রাখছি, লোকসভা নির্বাচনে বিজেপি কর্ণাটকের ২৮-এর ২৮টি আসন জিতবে। আগামী নির্বাচনে বিজেপি একাই ৩৭০টি আসন অতিক্রম করবে এবং ‘এনডিএ ৪০০ পার’।


You might also like!