দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ৪৫-তম দাবা অলিম্পিয়াডে ওপেন ও মহিলা উভয় বিভাগেই ভারতীয় দল সোনা জেতায় প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুষ ও মহিলা উভয় দলকেই এই অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে এক বার্তায় বলেন ; “৪৫-তম #FIDE দাবা অলিম্পিয়াডে আমাদের দাবা দলের এ এক ঐতিহাসিক জয়! ভারত দাবা অলিম্পিয়াডে ওপেন এবং মহিলা উভয় বিভাগেই সোনা জিতেছে! অবিশ্বাস্য এই পুরুষ ও মহিলা দাবা দলকে অভিনন্দন। এই অসাধারণ সাফল্য ভারতের ক্রীড়া যাত্রাপথে এক নতুন অধ্যায় রচনা করল। এই সাফল্য দাবা খেলায় উৎসাহী প্রজন্মের পর প্রজন্মকে শ্রেষ্ঠত্বের নজির গড়তে অনুপ্রাণিত করবে।”