Country

2 weeks ago

Narendra Modi :“এ এক ঐতিহাসিক জয়”, দাবা দলের সাফল্যে বার্তা নরেন্দ্র মোদীর

Narendra Modi
Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   ৪৫-তম দাবা অলিম্পিয়াডে ওপেন ও মহিলা উভয় বিভাগেই ভারতীয় দল সোনা জেতায় প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুষ ও মহিলা উভয় দলকেই এই অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে এক বার্তায় বলেন ; “৪৫-তম #FIDE দাবা অলিম্পিয়াডে আমাদের দাবা দলের এ এক ঐতিহাসিক জয়! ভারত দাবা অলিম্পিয়াডে ওপেন এবং মহিলা উভয় বিভাগেই সোনা জিতেছে! অবিশ্বাস্য এই পুরুষ ও মহিলা দাবা দলকে অভিনন্দন। এই অসাধারণ সাফল্য ভারতের ক্রীড়া যাত্রাপথে এক নতুন অধ্যায় রচনা করল। এই সাফল্য দাবা খেলায় উৎসাহী প্রজন্মের পর প্রজন্মকে শ্রেষ্ঠত্বের নজির গড়তে অনুপ্রাণিত করবে।”

You might also like!