Country

5 days ago

Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরে মঙ্গলে তৃতীয় দফার ভোট, ভাগ্য নির্ণয় ৪১৫ জন প্রার্থীর

Third phase of polling in Jammu and Kashmir on Tuesday
Third phase of polling in Jammu and Kashmir on Tuesday

 

শ্রীনগর, ৩০ সেপ্টেম্বর : প্রথম দুই দফার ভোট শান্তিপূর্ণভাবেই মিটেছে জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার, ১ অক্টোবর অন্তিম তথা তৃতীয় দফার ভোট হবে জম্মু ও কাশ্মীরে। এই দফায় জম্মু ও কাশ্মীরের ৭টি জেলায় ৪০টি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ। ভাগ্য নির্ণয় হবে ৪১৫ জন প্রার্থীর।

যে ৭টি জেলায় মঙ্গলবার ভোটগ্রহণ হবে, সেই জেলাগুলির মধ্যে রয়েছে জম্মু, উধমপুর, সাম্বা,কাঠুয়া, বারামুল্লা, বান্দিপোরা ও কুপওয়ারা। তৃতীয় দফায় ভোটগ্রহণকে ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না, ঘটে তাই নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন।

You might also like!