Country

1 week ago

Chandrasekhar Bawankule: মহারাষ্ট্রে বিরোধী দলনেতা থাকবে না : চন্দ্রশেখর বাওয়ানকুলে

Chandrasekhar Bawankule
Chandrasekhar Bawankule

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মহারাষ্ট্রে বিরোধী দলনেতা থাকবে না।  এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে। তিনি বলেছেন, "মহারাষ্ট্রে এবার বিরোধী দলনেতা (এলওপি) থাকবে না। এটা কংগ্রেস ও বিরোধীদের ভুল কাজের ফল। তাঁরা লোকসভা নির্বাচনে ভুয়ো গল্প ছড়িয়ে দিয়ে ভোটারদের প্রতারিত করেছিল। তাই যখন জনতা বিধানসভা নির্বাচনে এই বিষয়ে জানতে পেরেছে, ভোটাররা হরিয়ানার মতো তাঁদের বের করে দিয়েছিল।"

চন্দ্রশেখর বাওয়ানকুলে আরও বলেছেন, "মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের কারণে, মুম্বইতে বিজেপি সদস্য সংগ্রহ অভিযান বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আমরা মহারাষ্ট্রে ১.৫ কোটি নতুন সদস্যের লক্ষ্য নিয়ে তা পুনরায় চালু করেছি। আমি সবাইকে অনুরোধ করছি, বিজেপির সদস্যতা অভিযানের অংশ হও।"

You might also like!