Country

3 weeks ago

Karnataka CM Siddaramaiah: কর্ণাটকে মুসলিম সংরক্ষণ নিয়ে কোনও আলোচনা হয়নি, জানিয়ে দিলেন সিদ্দারমাইয়া

Karnataka CM Siddaramaiah
Karnataka CM Siddaramaiah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কর্ণাটকে ৪ শতাংশ সংরক্ষণের দাবি জানিয়েছেন মুসলমানরা। আর তা নিয়ে কংগ্রেসকে লাগাতার আক্রমণ করছে বিজেপি। এই পরিস্থিতিতে  কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বললেন, কর্ণাটকে মুসলিম সংরক্ষণ নিয়ে কোনও আলোচনা হয়নি।

এদিন কর্ণাটকের মহীশূরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিদ্দারামাইয়া বলেছেন, "তারা (মুসলিমরা) একটি দাবি করেছে। আমরা যেমন অনগ্রসর শ্রেণী, এসসি এবং এসটিদের সংরক্ষণের ব্যবস্থা করেছি, তাই তারাও দাবি করেছে। কিন্তু সে বিষয়ে কোনও আলোচনা হয়নি।"

You might also like!